April 3, 2018
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনকারী সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাগরকে (৭) নির্যাতনকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ হোসেনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক সরেজমিন তদন্ত করেন। এসময় এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা শিশু শিক্ষার্থীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে অজ্ঞান করার সাথে জড়িত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ অপসারণের দাবি জানান।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে তিনি স্কুলে যেয়ে তদন্ত করেছেন। অভিভাবক ও এলাকাবাসি শিশু নির্যাতনের বর্ণনা দিয়ে এর সাথে জড়িত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ হোসেনকে অবিলম্বে ওই স্কুল থেকে অপসারণের দাবি জানিয়েছে বলে নিশ্চিত করে জানান, আমি যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেবো। প্রসঙ্গত, গত ২৭ মার্চ মঙ্গলবার সকালে শ্রেণিকক্ষে দুষ্টুমি করেছে এমন অভিযোগে শিশু শিক্ষার্থী সাগরকে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে দিতে বাধ্য করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশারাফ হোসেন। এসময় জ্ঞান হারিয়ে ফেলে ওই শিশুটি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুল থেকে দ্রুত বাইরে যেয়ে আত্মরক্ষা করেন। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --