March 17, 2018
সাতক্ষীরায় বর্ণাঢ্য অায়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হচ্ছে

রিপোটঃসাতক্ষীরা সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী, শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হচ্ছে

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন প্রতিপাদ্য বিষয় হলো ”বঙ্গবন্ধুর জন্মদিন”রঙ ছড়ানো আলো লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা লাল সবুজের বাংলাদেশ পেতাম না।। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ্ববাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --