March 14, 2018
জেলা আইনজীবী সমিতি নির্বাচন বিএনপির প্রার্থদের জয়জয় কার

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ মার্চ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্যানেল প্রথা না থাকায় এককভাবে লড়ছেন প্রার্থীরা। তবে সভাপতিÑসম্পাদক পদে বিএনপি’র একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগে রয়েছে প্রার্থী সংকট। ভোটার আইনজীবীদের মধ্যে নেই নির্বাচনী ইমেজ। ফলে আদালত পাড়ায় এখন জমে ওঠেনি নির্বাচনী প্রচার প্রচারণা। জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৩ জনই বিএনপি সমর্থক। অপর একজন হলেন বারের বর্তমান সভাপতি এক সময়ের ওয়ার্কার্স পাটির নেতা এম শাহ আলম। যদিও তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন না বলে জোর প্রচার রয়েছে আদালত পাড়ায়। বিএনপি সমর্থক ৩ জন সভাপতি প্রার্থী হলেন, বারের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার। তবে সভাপতি পদে আওয়ামী লীগের কোন প্রার্থীই প্রতিদ্বন্দ্বীতা করছেন না। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। তাঁদের মধ্যেও ২ জন বিএনপি সমর্থক, একজন আওয়ামী লীগ সমর্থক ও একজন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি সমর্থক ২ জন হলেন, বারের সাবেক সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হোসেন তোজাম ও মোস্তফা জামান এবং আওয়ামী লীগ সমর্থক একজন হলেন আ ক ম রেজওয়ানউল্যাহ সবুজ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হলেন বারের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আসাদুজ্জামান দিলু। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্টান হলেও প্রতি বছর নির্বাচনে রাজনৈতিক প্রভাব থেকেই যায়। সেদিক থেকে এবারের নির্বাচনে এখন পর্যন্ত বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র জেলা পর্যায়ের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। এছাড়া ওই দুটি রাজনৈতিক দলের বার কেন্দ্রিক সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ বা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও কোন তৎপরতা নেই বললেই চলে। অপরদিকে রাজনৈতিকভাবে চাপে থাকা জামায়াতে ইসলামীর কোন প্রার্থীই এবারের নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন না বলে জানা গেছে। সব মিলিয়ে বারের এবারের নির্বাচনে নেই নির্বাচনী ইমেজ।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --