February 15, 2018
প্রশ্নফাঁস, এসএসসির চলমান পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট

ঢাকা: ফাঁস হওয়া প্রশ্নপত্রে গ্রহণ করা এসএসসির চলমান পরীক্ষা কেন বাতিল করে পুনরায় নেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্নফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে তিন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, বুধবার আমরা তিন আইনজীবী রিটটি করেছিলাম।

তিনি বলেন, রিট আবেদনে প্রশ্নফাঁসের কারণে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশনা জারির আবেদন করেছি। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং এ ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ারও আবেদন করেছি।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --