January 8, 2018
পিএন হাইস্কুলের ৬৮’ ব্যাচের ছাত্রদের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে’ শ্লোগানে সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণনাথ হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের উত্তীর্ণ ছাত্রদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকালে পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন।
সাবেক যুগ্ম-প্রধান ও ১৯৬৮- উত্তীর্ণ ব্যাচের ছাত্র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা পিএন হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ডা: সুশান্ত মন্ডল, এড. আবুল কালাম আজাদ।
সাবেক উপ-সচিব আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে ১৯৬৮ উত্তীর্ণ ব্যাচের ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা: প্রশান্ত কুমার কু-ু, এড. অরুন ব্যানার্জী, জামসেদ উদ্দিন, এড.আখতারুল হক, প্রকৌশলী আব্দুর রশিদ, শেখ আব্দুস সেলিম, চন্ডিদাস, খলিলুল আল গালিব প্রমুখ। এসময় প্রধান অতিথি ১৯৬৮ ব্যাচের ছাত্রদের এধরনের উদ্যোগেকে স্বাগত জানিয়ে বলেন, এ ব্যাচের ছাত্রদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যেসময় তাদের উচ্চ শিক্ষার জন্য ভাবার কথা সেসময় তারা দেশের জন্য ভেবেছেন। এরপর তারা আবার সমাজসেবায় অবদান রাখছেন। এটি অবশ্যই ভালো উদ্যোগে। আমাদের প্রত্যেককেই অসহায়দের জন্য কিছু করা উচিত। প্রচ- শীতে যারা কষ্ট পাচ্ছে তাদের সহযোগিতায় সকলকে এভাবে এগিয়ে আসতে হবে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --