February 26, 2018
শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলায় সেরা তালা মুক্তিযোদ্ধা কলেজ

শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলায় সেরা তালা মুক্তিযোদ্ধা কলেজ

আলোর পরশ নিউজ:তালাঃ গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শিল্পকালা একাডেমি মিলনায়তনে উপজেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, শামীমা সুলতানা রতœা, মঞ্জুরুল ইসলাম এবং শ্যামল সরকার।
উল্লেখ্য, ইউনিয়ন থেকে উপজেলা এবং উপজেলা থেকে সাতক্ষীরা জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ দল প্রথম স্থান অধিকার করেছে। শহীদ মুক্তিযোদ্ধা কলেজের কো-কারিকুলাম কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহার নেতৃত্বে শিক্ষার্থীরা উক্ত অভাবনীয় ফলাফল করতে সক্ষম হয়েছে।

 

তালায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

আলোর পরশ নিউজ:,তালাঃ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালায় তিনদিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান , প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। তালা সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার প্রভাস কুমার দাশ, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, শিক্ষক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

 

 

 

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --