January 8, 2019
মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখব: প্রধানমন্ত্রী

আলোর পরশ নিউজ:  ঢাকা : মন্ত্রিসভার সব সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রিসভায় নবীনদের অগ্রাধিকারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে।
শেখ হাসিনা বলেন, নতুনদের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী করা হয়েছে এ জন্য যে, তারা যেন সব কাজ বোঝে এবং পরবর্তীতে করতে পারে। পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --