October 21, 2018
কৃষ্ণনগরে পানিতে পাউডার মিশিয়ে দুধ তৈরির সময় ব্যবসায়ী আটক

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে পানিতে পাউডার মিশিয়ে দুধ তৈরী করে বিক্রয় করার সময় এক দুধ ব্যবসায়ী হাতে নাতে আটক হয়েছে। সে বাজারের পার্শ্ববর্তী কৃষ্ণনগর গ্রামের নন্দ দুলাল ঘোষের ছেলে। দুধ ব্যবসায়ীর নাম রামপ্রসাদ (৩৫)। ঘটনাটি ঘটেছে শনিবার বাজার সংলগ্ন এক বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অসাধু ব্যবসায়ীকে পানিতে পাউডার মিশিয়ে দুধ তৈরী করার কারণ জানতে চাইলে সে অকপটে স্বীকার করে বাজারে দুধ স্বল্পতাসহ মূল্য বৃদ্ধির কারণে আমি ও অন্যরা পাউডার মিশিয়ে ও খাটি দুধে পানি দিয়ে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার ঘোষ ডেয়ারীসহ অন্যান্য মিষ্টির দোকানে এবং মুন্সিগঞ্জ হরিনগর বাজারে খাঁটি গরুর দুধ বলে বিক্রয় করে থাকি। বিষয়টি কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যাকে অবহিত করা হলে তিনি এসে স্থানীয় জনগণের সুপারিশে তৈরিকৃত ভেজাল দুধ বাজারেই ঢেলে বিনষ্ট করেন এবং আর কখনোই এমন কর্মকান্ড করবে না বলে স্বীকারোক্তি দিয়ে এ যাত্রায় রেহাই পায়। এসময় দুধ বাজারে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন পরবর্তীতে দুধে ভেজাল মিশ্রিত ধরা পড়লে ব্যবসায়ীদেরকে ১০হাজার এবং খুচরা ব্যবসায়ীদেরকে ২হাজার টাকা জরিমানা করা হবে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --