September 23, 2018
ফেনীতে ৪ ছাত্রকে ৪ দিন পর কারাগারে প্রেরণ

আলোরপরশ নিউজঃ ফেনী শহরের চাড়িপুর এলাকার হাবিব সুলতান জামে মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে চার ছাত্রকে আটকের চার দিন পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলো সরকারী তিতুমীর কলেজের প্রথম বর্ষের ছাত্র আবু জাফর, অনার্স ভর্তিচ্ছু সালাহ উদ্দীন, আল-জামেয়াতুল ফালাহিয়া মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র হাফেজ দাউদুল ইসলাম ও একই মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছাইদুল হক।
আটককৃতদের পরিবারের পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে চাড়িপুর এলাকার হাবিব সুলতান জামে মসজিদের পাশে মনোয়ারা ভবন থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের আটক করে। তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের গ্রেফতারের কথা স্বীকার না করায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শনিবার উদ্বিগ্ন অভিভাবকরা গণমাধ্যমে বিবৃতি পাঠালে খবরটি জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে গোয়েন্দা পুলিশের ওসি হারুন অর রশিদ জানিয়েছেন. তাদের বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --