September 21, 2018
লড়াই করতেও পারল না বাংলাদেশ

আলোরপরশ নিউজঃ   টার্গেট ছোট, তাই অনায়াসেই জয় তুলে নিল ভারত। ব্যাটসম্যানদের মতো বাংলাদেশের বোলাররাও কোন প্রতিদ্বন্দ্বীতা ঝাঁঝ তৈরি করতে পারেনি ভারতের জন্য। ফলে রোহিত শর্মার দল ১২ ওভার চার বল হাতে রেখেই তুলে নিয়েছে ৭ উইকেটের জয়। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত। রান করেছেন ভারতীয় অধিনায়ক অপরাজিত ৮৩।

১৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬১ রান তোলে ভারতীরা। ১৫তম ওভারে ব্যক্তিগত ৪০ রানে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ওপেনার শেখর ধাওয়ান। দ্বিতীয় উইকেটে রোহিতের সাথে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন অম্বতি রাইডু, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। ভারতীয় দলের রান তখন একশ পার হয়েছে-ম্যাচ ভারতের পকেটে। দুই সঙ্গী বিদায় নিলেও অন্য প্রান্তে সপাটে ব্যাট চালিয়ে চলছেন ভারতীয় অধিনায়ক। সময় যতো গড়িয়েছে রোহিতের ব্যাট ততই চড়াও হয়েছে বাংলাদেশী বোলারদের ওপর। তৃতীয় উইকেটে তর সাথে যোগ দিয়েছেন উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনী। এই জুটি মাত্র  ৬৪ রানের পার্টনারশী গড়ে জয়  থেমে মাত্র চার রান ‍দূরে থাকতে আউট হন এমএস ধোনী।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --