March 9, 2018
প্রধানমন্ত্রীকে বিপ্লব কুমারের ফোন ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা

আলোর পরশ.কম:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার সকালে তিনি ত্রিপুরার উন্নয়নে সহযোগিতা চাইলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার দুপুরে শপথ নেয়ার আগে সকালে ঢাকায় ফোন করেন বিপ্লব কুমার দেব। তিনি ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সহযোগিতার আশ্বাস দেন।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথাও প্রধানমন্ত্রী টেলিফোন আলাপে স্মরণ করেন বলে জানান তিনি।

আজ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি থেকে নির্বাচিত বাংলাদেশের চাঁদপুরের ছেলে বিপ্লব কুমার দেব।

দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বড় বিজয় পায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে দিয়ে ত্রিপুরায় দুই যুগের বাম শাসনের অবসান ঘটে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --