February 5, 2018
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি

আলোর পরশ নিউজ:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের (শিক্ষাবর্ষ-২০১৩-১৪) সম্প্রতি প্রকাশিত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র অমিত হোসেন, অনিক কুমার, ফাহাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, ৪র্থ বর্ষের ফরম ফিলাপের পর শিক্ষাথীদের পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় সময় দেয়া হচ্ছে না। একই সাথে চলতি মাসের ২০ তারিখে ৪র্থ বর্ষের পরিক্ষা শুরু হবে, অপরদিকে, চলতি মাসের ২২ তারিখে তৃতীয় বর্ষের মানউন্নয়ন পরিক্ষাও অনুষ্টিত হবে। এমতাবস্থায় ৪র্থ বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তনের জোর দাবী জানান শিক্ষার্থীরা।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --