January 19, 2018
বড় ব্যবধানে হাথুরুর দল শ্রীলঙ্কাকে হারাল টাইগাররা

 আলোর পরশ নিউজ:ঢাকা: বাংলাদেশি বোলারদের তোপে দাঁড়াতেই পারছেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে চন্ডিকা হাথুরুসিংহের দলকে ১৬৩ রানের হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩২১ রানের বড় লক্ষ্য তাড়া করছে শ্রীলঙ্কা। শুরু থেকেই তাদের চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা। দলের ২ রান উঠতেই একটি উইকেট হারায় লঙ্কানরা। তারপর পর আর কেউ ঘুরে দাড়াতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন থিসারা পেরেরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ২টি, রুবেল হোসেন ২টি, মোস্তাফিজুর রহমান ১টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় দুই রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। নাসির হোসেনের বলে বোল্ড হন কুসল পেরেরা। দশম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা।

১৪তম ওভারে টাইগার দলপতির বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন কুসল মেন্ডিস। ইনিংসের ১৯তম ওভারে নিরোশান ডিকওয়েলাকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ১০৬ রানে রান আউট হন থিসারা পেরেরা।

ইনিংসের ২৬তম ওভারে সাকিব আল হাসান দুইটি উইকেট নেন। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ হন আসেলা গুনারত্নে। পঞ্চম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ওয়ানিদু হাসারাঙ্গা। ৩০তম ওভারে সাকিব আল হাসানের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন থিসারা পেরেরা। ১৪ বল খেলে ২৯ রান করেন তিনি। ৩১তম ওভারে সুরঙ্গা লাকমলকে বোল্ড করেন রুবেল হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে তামিম ইকবাল করেন ৮৪ রান। সাকিব আল হাসান করেন ৬৭ রান। মুশফিকুর রহিম করেন ৬২ রান। ১২ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার পক্ষে আসেলা গুনারত্নে ১টি, থিসারা পেরেরা ৩টি, আকিলা ধনঞ্জয়া ১টি ও নুয়ান প্রদ্বীপ ২টি করে উইকটে নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৬৩ রানে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস: ৩২০/৭ (৫০ ওভার)

(তামিম ইকবাল ৮৪, এনামুল হক বিজয় ৩৫, সাকিব আল হাসান ৬৭, মুশফিকুর রহিম ৬২, মাহমুদুল্লাহ রিয়াদ ২৪, সাব্বির রহমান ২৪*, মাশরাফি বিন মুর্তজা ৬, নাসির হোসেন ০, মোহাম্মদ সাইফউদ্দিন ৬*; সুরঙ্গা লাকমল ০/৬০, নুয়ান প্রদ্বীপ ২/৬৬, আকিলা ধনঞ্জয়া ১/৪০, থিসারা পেরেরা ৩/৬০, আসেলা গুনারত্নে ১/৩৮, ওয়ানিদু হাসারাঙ্গা ০/৫১)।

শ্রীলঙ্কা ইনিংস: ১৫৭/১০ (৫০ ওভার)

(কুসল পেরেরা ১, উপুল থারাঙ্গা ২৫, কুসল মেন্ডিস ১৯, নিরোশান ডিকওয়েলা ১৬, দিনেশ চান্দিমাল ২৮, আসেলা গুনারত্নে ১৬, থিসারা পেরেরা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া; নাসির হোসেন ১/২০, মাশরাফি বিন মুর্তজা ২/৩০, রুবেল হোসেন ২/২০, মোস্তাফিজুর রহমান ১/২০, সাকিব আল হাসান ৩/৪৭)।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --