February 11, 2018
মিয়ানমারে গণহত্যার খবর ‘উদ্বেগজনক’, তদন্ত প্রয়োজন: জাতিসংঘ

আলোর পরশ ডেস্ক নিউজ:জাতিসংঘ বলেছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চালানো হত্যাযজ্ঞ নিয়ে রয়টার্সের তদন্ত রিপোর্ট খুবই উদ্বেগজনক। সেখানে সংঘটিত সহিংসতার আগাগোড়া তদন্ত প্রয়োজন বলেও বিশ্বসংস্থা মনে করে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বশেষ রিপোর্টটি দেখেছি। এর বিস্তারিত বিবরণ খুবই উদ্বেগজনক। রাখাইন রাজ্যের সহিংসতা এবং সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেগুলোর পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজনীয়তা আবারো তুলে ধরেছে এই রিপোর্ট।’

হক আরো বলেন যে, সেখানে আটক রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ব্যাপারে তিনি অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন বলেও মুখপাত্র জানান।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --