March 23, 2020
করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে সাতক্ষীরায় চলছে বিরতিহীন প্রচার-প্রচারণা

করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে সাতক্ষীরায় চলছে বিরতিহীন প্রচার-প্রচারণা। জেলা প্রশাসন, জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা জনসচেতনতামূলক কাজে অংশ নিচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ইতোমধ্যে জেলার সকল গবাদিপশুর হাট, সাপ্তাহিক হাট, সিনেমা হল, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ-মাহফিল, কীর্তন, নামযজ্ঞ, সকল প্রকার সভা, সমাবেশ, সেমিনার বন্ধ ঘোষণা করেছন। জেলার সকল ব্যবসায়ীদের দোকানের সামনে মূল্য তালিকা ঝুলিয় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর নজরদারী চলবে বলেও জানিয়েছন জেলা প্রশাসক। জেলার সকল চায়ের দোকানে টেলিভিশন বন্ধ রাখতে নির্দেশ দিয়ে জেলা প্রশাসক ক্যাবল অপারেটরদের চায়ের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়েছন। যাতে চায়ের দোকানগুলোতে জনসমাগম না ঘটে। এদিকে বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে চিরুনি অভিযান চালানো হচ্ছে। শুক্রবার রাত থেকে জেলার সাত উপজেলায় চলছে ভ্রাম্যমাণ আদালতের সিরিজ অভিযান। পুলিশ, র্্যাব, আনসারের সমন্বয়ে বিশেষ টিম মাঠে রয়েছে। এছাড়া জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌর সভায় চলছে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচারণা। লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, হাতধোয়া প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। জেলার সকল নাগরিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ২২ মার্চ সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১,৪৩,৩০০ টাকাজরিমানা করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক । স্বাস্থ্য বিভাগসহ সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দিন-রাত কাজ করছে স্বাস্থ্য বিভাগ।বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে বলে জানান তিনি।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --