January 13, 2020
ভ্রাম্যমাণ আদালতে সাতক্ষীরায় জায়হুন ও সাতক্ষীরা সুইটসকে জরিমানা

আলোরপরশ:   উৎপাদনকৃত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে শহরের জায়হুন সুইটস ও সাতক্ষীরা সুইটসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।

এ সময় জায়হুন সুইটসের কারখানায় অভিযান চালিয়ে তাদের উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের সাতক্ষীরা সুইটসকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --