December 21, 2019
‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলেন বিচারপতি আশরাফুল কামাল

আলোরপরশ নিউজ: সাতক্ষীরা:  দীগুলোর প্রাণ আছে, নদীকে হত্যা আমাদেরকে হত্যা করার সামিল’ শীর্ষক রায় প্রদানকারী হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল প্রাণ সায়ের খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেওয়ায় নতুন মাত্রা পেল ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন কর্মসূচি।

বিচারপতি আশরাফুল কামাল প্রাণ সায়ের খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের এই মহতি উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন।

সেই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, এমন মহতি উদ্যোগের মাধ্যমেই সারা দেশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

শনিবার সকালে সাতক্ষীরা বড়বাজার থেকে প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযান শুরু হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ পৌর মেয়র তাজকিন আগমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছা সেবী সংগঠন, সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষ এই কাজে অংশগ্রহণ করেন।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --