November 5, 2019
  সাতক্ষীরা জজশীপ ক্যান্টিনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জজশীপ কর্মচারী কল্যান সমিতি কর্তৃক পরিচালিত জজশীপ ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান জজশীপ ক্যান্টিনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময়ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান মহোদয় সহ সকল বিজ্ঞ বিচারক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে সাতক্ষীরা আইনজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর কর্মচারীবৃন্দ।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com