August 29, 2019
কালিগঞ্জে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে :  লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার কে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার কে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালের মালিক গোলাম মোস্তফা’কে এ জরিমানা করেন। জেলা প্রশাসকের নির্দেশে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৪০ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জরিমানার টাকা আদায় করেন। উপজেলার বিভিন্ন প্যাথোলজি, ক্লিনিক মালিকগণ ডেঙ্গু পরীক্ষার প্রতারণার ফাঁদে ফেলে রোগীদের নিকট হতে পরীক্ষার নামে মোটা অংকের অর্থ আদায় করছে এবং ভুল রিপোর্ট দিয়ে হয়রানি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহিন।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --