August 19, 2019
তালায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত


নিজস্ব প্রতিনিধি ॥
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটে অর্থায়নে সাতক্ষীরা তালা উপজেলারা ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার সকাল ১০টায় মৎস্য খামার বাড়ি অফিসে পোনা মাছ অবমুক্ত করণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র ঘোষ, উপজেলা প্রানিজ সম্পাদক কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল,অফিস সহকারী আকছেদ আলী,ক্ষেত্রসহকারী রফিজউদ্দীন সরদার ও অফিস সহায়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলা ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই,কাতলাও মৃগেল জাতীয় ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --