March 17, 2018
পশ্চিম কৈখালী ওয়াপদার রাস্তা কেটে পাইপ স্থাপন

রমজাননগর প্রতিনিধি: জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধা নিষেধ করে সম্পূর্ণ গায়ের জোরে ওয়াপদার রাস্তা কেটে পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। দেখা যায়, পশ্চিম কৈখালীর মতিয়ার গাজীর পুত্র ধুড় পাচারকারি ও মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন ঘের পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ডের নিষেধ অমান্য করে আইলা কবলিত এলাকার কালিন্দী নদীর ওয়াপদার রাস্তা কেটে পাইপ স্থাপন করেছেন। বিষয়টি দেখার জন্য উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী সঞ্জয় বাবু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াপদার রাস্তা কেটে পাইপ স্থাপন করতে নিষেধ করেন। কিন্তু সোহরাব ও তার চাচাত ভাই মাজেদ মাওলানার পুত্র বাবলু সঞ্জয়কে তোয়াক্কা না করে কাজ চালাতে থাকেন। এসময় বাবলু বলেন, আমরা সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে অনুমোদন এনেছি। আপনার যা করার করেন। এলাকাবাসি জানান, ইউনিয়নটি আইলায় প্লাবিত এলাকা। কালিন্দী নদীর ওয়াপদার রাস্তা ভাঙনে ছোট হয়ে গেছে। যে কোন মুহূর্তে ভেঙে কৈখালী ইউনিয়ন প্লাবিত হতে পারে। তারপর এ সমস্ত ভূমি ও অর্থলোভী ব্যক্তিরা কৈখালী ইউনিয়নকে প্লাবিত করার জন্য ওয়াপদার রাস্তা কেটে পাইপ স্থাপন করছে। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মো. মাসুদ রানা বলেন, বিষয়টি আমি জানার পরে ঘটনাস্থলে আমাদের কার্যসহকারী সঞ্জয় কে পাঠাই। কিন্তু তারা তার কথা অমান্য করে এবং বাজে ব্যবহার করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --