September 1, 2019
আশাশুনিতে অপহৃত ২ শিশু উদ্ধার, অপহরণকারী আটক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদক ব্যবসায়ী কর্তৃক দুই শিশুকে অপহরণের ১৩ ঘন্টা পর পুলিশ অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আনারুল গাজীর পুত্র রণি (১২) ও শহিদুল গাজীর পুত্র সুমন (১০) ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে উত্তর বিলে ছাগল আনতে যায়। এসময় একই গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার পুত্র মাদক ব্যবসায়ী শরিফ মোল্যা শিশু দুটিকে ধরে নিয়ে নিজের ঘরের মধ্যে আটকে রাখে। ছেলেদের পিতা-মাতাসহ পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। বিকাল ৫ টার দিকে তারা জানতে পারেন শরিফ মোল্যার ঘরে তাদেরকে আটকে রাখা হয়েছে। তখন তারা আনিছ, শাইনুর, আনারুলকে সেখানে পাঠালে তারা ছেলেদের ছেড়ে দিতে বললেও দেওয়া হয়নি। রাত্র ৮ টার দিকে রণির পিতা আনারুল ৭/৮ জনকে সাথে নিয়ে রাত্র ১২ টা পর্যন্ত ছেলেদের ছাড়িয়ে নিতে চেষ্টা করলেও দেওয়া হয়নি। বরং মুক্তিপণ হিসাবে ২ লক্ষ টাকা দাবী করে। বাধ্য হয়ে তারা থানায় খবর দিলে এসআই বিজন সরকার ঘটনাস্থানে গিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীকে আটক করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা ৩৭(৮)/১৯ রুজু করা হয়েছে। উল্লেখ্য, শরিফ মোল্যা একজন মাদক ব্যবসায়ী। ২৭ আগষ্ট শরিফ মাদকদ্রব্য নিয়ে বাড়িতে ফিরছিল। এসময় পুলিশ জানতে পেরে তাড়া করলে সে মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। তাকে পুলিশে খবর দিয়ে খরিয়ে দেওয়ার চেষ্টার সাথে রণির পিতা আনারুল জড়িত থাকার সন্দেহে এ অপহরণ করা হয়েছে বলে অপহৃতদের পারিবারিক সূত্রে জানাগেছে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --