August 20, 2019
ডেঙ্গু প্রতিরোধের নামে চলছে ফটো সেশন: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইফতেখার

আলোর পরশ নিউজ: জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলী বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছিল। বিএনপি জনগণের দল। বিএনপির মধ্যেই মানুষ তার ন্যায্য অধিকার খুঁজে পায়। দেশের মানুষের মনে শান্তি নেই। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ, হত্যা এখন মহামারি আকার ধারণ করেছে। দলীয়করণের দুষ্টচক্রে গোটা দেশ আজ আচ্ছন্ন। বাক স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত। দেশের একদিকে বন্যা কবলিত মানুষ গৃহহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে। সারা দেশে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গু প্রতিরোধের নামে চলছে ফটো সেশন। এমন পরিস্থিতিতে দেশের মানুষ ভালো থাকতে পারে না। বিরোধী দলের নেতাকর্মীদের কাঁধে চাপানো হয়েছে শতশত মামলার বোঝা। বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। সুতরাং রাজপথে প্রতিবাদ করার মতো পরিবেশ আজ আর নেই। তাই বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের সকল নেতাকর্মীকে গণতন্ত্রের রক্ষা কবজ হিসেবে কাজ করতে হবে। জনগণের সুখ-দু:খের সাথী হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে। সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
১৯ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী শহরের আমতলা মোড়ের নিরিবিল কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আহসান কাদির স্বপনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠিান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক সাইফু ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --