July 5, 2019
দ্বিতীয় ওভারেই পাকিস্তানের সেমির স্বপ্ন শেষ

নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে স্থান করে নিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সামনে এক অসম্ভব লক্ষ্য নির্ধারিত হয়েছিল।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে শুক্রবার বাংলাদেশর বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে পাকিস্তান।

এরপর কেবল সাত কিংবা তার চেয়েও কম রানে অলআউট করে করতে হতো টাইগারদের।

কিন্তু ফিল্ডিংয়ে নামে প্রথম মোহাম্মদ হাফিজের হাতে বল তুলে দেয়া হয়। প্রথম ওভারে তিনি মেডেন ওভার আদায় করে নেন। কিন্তু দ্বিতীয় ওভারেই ৮ রান করে বাংলাদেশ দল।

কাজেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের নামও যুক্ত হয়ে গেল।

এরপরই আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল টুইটার পেজে জানিয়ে দেয়া হয়, সেমিফাইনালে কোয়ালিফাইড হয়েছে ব্ল্যাকক্যাপস খ্যাত নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ইমাম-বাবরের অনবদ্য ব্যাটিংয়ে ৩১৫ রানের বিশাল সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন ওপেনার ইমাম-উল-হক।

৯৬ রান করেন বাবর আজম। শেষ দিকে ২৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। এছাড়া ২৭ রান করেন মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজ। এছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন নেন তিন উইকেট। তবে দুজনই তাদের স্পেলে প্রচুর রান দেন। মোস্তাফিজ ১০ ওভারে দেন ৭৫ রান ও সাইফউদ্দিনের ১০ ওভারে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৭৭ রান নেয়।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --