June 16, 2019
কলারোয়ার হেলাতলায় ৪০ দিনের কর্মসূচির কাজের টাকা আত্মসাতের অভিযোগ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় ৪০ দিনের কর্মসূচির কাজের টাকা আতœসাতের অভিযোগ তুলে এলাকাবাসী লিখিত ভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে অভিযোগ দিয়েছে। রোববার সকালে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এলাকাবাসীর পক্ষে লিখিত ভাবে জানান- ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান তার ওয়ার্ডের কাজিরহাট এলাকার আব্দুল মজিদের বাড়ীর সন্নিকটে কাচা রাস্তা সংস্কারের কাজ চলছে। যাহা ৪০ দিনের কর্মসূচীর আওতায় পরিচালিত হয়ে আসছে। সেখানে ২২জন শ্রমিক বরাদ্দ থাকার কথা থাকলেও তিনি কৌশলে ১১জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। ওই ইউপি সদস্য মোখলেছুর রহমান এলাকায় এ ধরনের বহু কাজ করে ৪০ দিনের কর্মসূচির মজুরীর টাকা আতœসাৎ করে আসছে। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এ বিষয় নিয়ে ইউপি সদস্য মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে দেয়া অভিযোগ সঠিক নয়। একটি চক্র তার সুনাম নষ্ট করার জন্য এ ধরনের ভিভ্রন্তকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। এদিকে খোজ নিয়ে দেখা গেছে-উপজেলার ১২টি ইউনিয়নে এরকম ৪০ দিনের কর্মসূচির কাজে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এখন উপজেলা জুড়ে ৪০ দিনের কর্মসূচির কাজের হরিলুট চলছে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --