April 20, 2019
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও সহোদরসহ নিহত ৪

আলোর পরশ নিউজ; ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও সহোদরসহ চারজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ (৬০) ও কুদ্দুস (৩৫)।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহামুদুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে আলালপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যায় এবং দুইজন আহত হয়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলেও জানান তিনি।

More News


সম্পাদক ও প্রকাশক মো: জিল্লুর রহমান

বাসা ও অফিস: পুরাতন সাতক্ষীরা, যোগাযোগ: ০১৭১৬৩০০৮৬১ - e-mail: zsatkhira@gmail.com