April 17, 2019
শ্যামনগরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা: বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগর থানায় নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী। মামলা নং-১৬। তারিখ-১৭-৪-২০১৯।
শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানানোর পর তারা তাদের স্বজনদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে। তিনি আরো জানান, লম্পট ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ওই শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে স্কুলের শতশত শিক্ষার্থী মানববন্ধন করে প্রশাসনের কাছে বিচার চায়।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --