March 23, 2019
পিস্তলসহ সাতক্ষীরার আ.লীগ নেতা সরদার মুজিব আটক

আলোর পরশ রিপোট:: সাতক্ষীরা:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই পিস্তল ও গুলি নিয়ে প্রবেশ করায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সরদার মুজিবকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৩৫ রাউন্ড গুলিসহ তার কাছ থেকে পিস্তল জব্দ করে। পরে তাকে বিমানবন্দর থানায় সোপার্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের নেতা সরদার মুজিব।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর আলম সিদ্দিকী বলেন, আটক মুজিবের সন্ধ্যা ৭টার নভোএয়ারের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে প্রবেশের সময় পিস্তলসহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোনো ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র সনাক্ত করে। তিনি নিজেকে সাতক্ষীরা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন। মামলা দিয়ে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্মকর্তা নূর আলম সিদ্দিকী।

 
More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --