March 17, 2019
বণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
 
সাতক্ষীরা: বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, শিশু সমাবেশ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভাস্থলে গিয়ে মিল। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালী ও অবিসংবাদিত নেতা। এই মহান মানুষটির জন্ম না হলে বাংলাদেশ হতোনা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ্ববাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা.রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ছফুরননেসা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার স্বপ্না, সাতক্ষীরা জেলার আবু জাহেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা সমাজসেবা

অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারী পরিচালক হারুন অর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা স্কাউটস্ এর সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পাঠ করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষা রায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --