October 2, 2018
পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ীকে ছিনতাই

আলোরপরশ নিউজঃ   রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুই সদস্যকে পিটিয়ে এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মধ্যচরে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক অপরজন কনস্টেবল। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে মধ্যচরে অভিযান চালায়। এ সময় মাদকসহ একজনকে তারা আটক করে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই পুলিশকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নং ওয়ার্ডে ও কনেস্টেবল সুজন ৮ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে এএসআই মাহবুবের অবস্থা গুরুতর।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --