May 27, 2018
ঢাকায় ৩ বছরের বেশি কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত: প্রধান বিচারপতি

আলোর পরশ নিউজ: ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিতে বলেছেন।
আজ রোববার কোচিংবাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিংবাণিজ্য করছে। প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যেসব শিক্ষক ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --