January 22, 2018
বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ মুসল্লি

স্টাফরিপোর্টারঃ   সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা-ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চার মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রশিদপুর সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকরব আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে একটি বাসে অন্তত ৩০ মুসল্লি সুনামগঞ্জে নিজ এলাকায় ফিরছিল।

সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মুসল্লির মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রকম সংবাদ


আলোর পরশ ( সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকািশত) ৩০২/১-এ-নতুন পল্টন ঢাকা ১০০০. http://alorparosh.com/

Copyright © 2017 alorparosh.com. All rights reserved.